পলাশে “মা ও নবজাতক বাঁচানোর সাফ কথা ” বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ফ্রেবুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপ্রিহেনসিভ নিউর্বন কেয়ার প্যাকেজে’র আওতায় কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যদের মধ্যে এই ট্রেনিং প্রদান করা হয়।
উক্ত ট্রেনিং এর সভাপতি ছিলেন দক্ষিণ দেওড়া ৮নং ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম, সহ সভাপতি জমিনেতা মফিজুল হক, সদস্য সচিব শামসুননাহার বেগম,কোষাধ্যক্ষ মাছুম কাজী। এছাড়াও মেডিকেল অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন।
সি জি,সি এস জি,এম এইচ বি এই তিনটি গ্রুপ ভিত্তিক এই প্রশিক্ষণটি প্রদান করা হয়। প্রতি গ্রুপ থেকে ১৭ জন করে ও অন্যান্য সদস্য মিলে মোট ৬৮জন সদস্য উপস্থিত ছিল।
প্রশিক্ষণের মাধ্যমে “বাংলাদেশের মা ও নবজাতকের স্বাস্থ্যের বর্তমান অবস্থা, মাতৃমৃত্যু, মাতৃমৃত্যুর প্রধান কারন,নবজাতকের মৃত্যু, নবজাতকের মৃত্যুর কারন,গর্ভকালীন চেকআপ,চেকআপের সময়সূচি, সেবার প্রয়োজনীয়তা,সেবাদান কেন্দ্র সমূহ, প্রসবের পরিকল্পনা ও প্রস্তুতি, নবজাতকের অত্যাবশ্যকীয় পরির্চযা ইত্যাদি
বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।