বেলাবতে ভাতা আত্বসাতের অভিযোগে চেয়ারম্যানকে অপসারণ

আগের সংবাদ

নরসিংদীতে করোনার টিকা নিলেন ডিসি-এসপি ও সিভিল সার্জন

পরের সংবাদ

শিবপুর সরকারি কলেজে সরস্বতী পূজা উদযাপিত

Admin

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ , ১১:০৪ অপরাহ্ণ

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের আয়োজক কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে পূজা অর্চনা ও আলোচনা সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলেজ মাঠে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ ড. মোঃ শফিউল কাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ মতিউর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সরস্বতী পূজা আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক মোঃ আবুল বাশার ভূঁইয়া,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক, কিশোর কুমার বর্মন, শিবপুর উপজেলা হিন্দু মহাজোট সভাপতি অসীম কুমার ঘোষ, সরস্বতী পূজা আয়োজক কমিটির সভাপতি শ্রী রাজন রায়, সাধারণ সম্পাদক শ্রী বাধন চন্দ্র বর্মন।