স্বদেশ প্রত্যাবর্তন দিবসে “মুক্ত স্বদেশে জাতির পিতা” বইয়ের মোড়ক উন্মোচন ও চিত্র প্রদর্শনী
রবিবার (১০ জানুয়ারি) জেলা পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসায় প্রতিবছর স্মরণ করে জাতি।