শিশুদের আগামী প্রজন্ম বলে স্বীকার করা হলেও, তাদের শারিরীক ও মানসিক বিকাশের সুযোগ এই নগরে অপর্যাপ্ত। নগর পরিকল্পনায় যান্ত্রিক যানবহন অপেক্ষা মানবশিশু অনেকাংশে উপেক্ষিত।
এমন এক পরিস্থিতির মধ্যে আজ নরসিংদী পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ_জাবেদ_হোসেন উপজেলা পরিষদ শিশু পার্ক “দূরন্ত” এর শুভ উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস -চেয়ারম্যান কারিউল্লা সরকার,মহিলা ভাইস- চেয়ারম্যান সেলিনা আক্তার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্ধ।
এ সময় পলাশ উপজেলা চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ঘরের বাহিরে পিতা-মাতা ও আত্মীয় স্বজনের সাথে আনন্দের জন্য “শিশু পার্কের” বিকল্প নেই।
শহরে পর্যাপ্ত পরিমাণে পার্ক, সবুজ চত্ত্বর গড়ে তোলার মাধ্যমে নগরবাসী যেমন সুস্থ থাকবে তেমনি শহরের বেশি গরম অনুভূত হবে না।