২৮ নভেম্বর বিকেল চারটায় নরসিংদী উদয়ন কলেজের অডিটোরিয়াম কক্ষে ৩০ জন পথশিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ‘আলোকিত নরসিংদী’।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার এডিসি শাহরুখ খান,নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব সুবিধাবঞ্চিত শিশুরা সমাজে অবহেলার শিকার। তারা অনেক সময় বিপদগামী হয়ে পড়ে! তবে এসব শিশুদের ভাল রক্ষণাবেক্ষণ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তারা আলোকিত নরসিংদীর স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ আল মামুন রাসেলের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।
আলোকিত নরসিংদীর আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেন, গত ১০ বছর যাবত আমি এসব শিশুদের নিয়ে কাজ করছি। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার যথাসাধ্য ব্যবস্থা করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব ততদিন তাদের পাশে আমি আছি!