“আঠারোতে পা রাখলো নকশিসন
নকশিসএখন প্রদীপ্ত যুবক ”
বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতিতে সমৃদ্ধ আগামীর জন্য শিক্ষা শীর্ষক, নকশিস নির্বাহী কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকশিসের সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা স্যার। এসময় উপস্থিত ছিলেন নকশিসের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী স্যার, সহ সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ কনফারেন্স রুমে আজ বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ সমিতি ( নকশিস) এর আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর সহ পলাশ,শিবপুর, বেলাব,রায়পুরা, মনোহরদী উপজেলার নকশিসের নেতার এসময় উপস্থিত ছিলেন।শিক্ষকদের কল্যানে সবসময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক নেতারা।প্রতিষ্ঠা লগ্ন হতে শুরু করে আজ এপর্যন্ত শিক্ষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নকশিস।
সবাই সংগঠনের সাফল্য কামনা করে বলেন শিক্ষকদের শেষ আশ্রয় স্থল হিসেবে নকশিস বিশেষ ভূমিকা পালন করবে।