মুসাফির সাহিত্য সংসদের ২য় বর্ষপূর্তিতে নরসিংদী জেলার ৩৫ টি রক্তদাতা সংগঠনকে সম্মাননা প্রদান করে সংগঠনটি।
১৩নভেম্বর বিকেল ৪ টায় মেহের পাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামি কনসার্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মুসাফির সাহিত্য সংসদ।
আয়োজনটির সভাপতিত্ব করেন মেহের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হাসান।
প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা। প্রধান অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের আব্দুল মোতালিব হোসেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মুক্তাদিন ড্রয়িং এন্ড ফিনিশিং মিলসের পরিচালক মোহাম্মদ মুক্তাদিন হোসেন।
প্রধান আলোচকের বক্তব্যে মশিউর রহমান মৃধা বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। তারা তাদের সর্বোচ্চ দিয়ে দেশের কল্যাণে কাজ করে থাকেন। করোনা মহামারিতেও স্বেচ্ছাসেবকরা ছিল সামনের সারিতে। আমি মনে করি মুসাফির সাহিত্য সংসদ তাদের কাজের প্রত্যেকটি ধাপে আন্তরিক ও সৎ। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।
সভাপতির বক্তব্যে মাহবুব হাসান বলেন, মেহের পাড়া ইউনিয়নের মাঠটি আজ স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি এতে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
অনুষ্ঠানে নরসিংদী জেলার ৩৫ টি সামাজিক সাংস্কৃতিক ও রক্তদাতা সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব সংগঠনকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ইসলামি কনসার্ট করা হয়। কনসার্টে দেশবরেণ্য শিল্পীরা ইসলামি সংগীত পরিবেশন করেন।