জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ঘিরে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে নরসিংদী শহর আওয়ামীলীগ।
রবিবার দুপুর ২ টায় নরসিংদী পৌরসভা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ আয়োজনের সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।
জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ৭৫ এর ১৫ আগষ্ট কয়েকজন বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে খুন হন ১০ বছর বয়সী শিশু রাসেল।