সারা দেশের ন্যায় নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ। শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ৯টি ইউনিটে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দুলালপুর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান।দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ আজিজ, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বিট অফিসার মোজাফর হোসেন প্রমুখ।
সমাবেশে বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যের উপর আলোচনা করেন বক্তারা।