“মানবতার গাহিগান, রক্তদানে বাঁচিবে প্রান!”
এই শ্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ক্লাবের। ক্লাবটি নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকায় ১৭ আগস্ট ২০২০ তারিখে প্রতিষ্ঠিত হয়।১৬ অক্টোবর সংগঠনটির নৌকা ভ্রমণ ও পরিচয় পর্ব ছিল। ক্লাবের সকল সদস্যের সাথে এডমিন প্যানেলের পরিচয় তুলে ধরার জন্য একটি সভা করা হয়। সভায় ক্লাবের সিনিয়র এডমিন আদনান উসমান রানা সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন এডমিন প্যানেলের অন্যতম সদস্য ইমন মিয়া ও নাসির হোসেন।
সভাপতির বক্তব্যে আদনান উসমান রানা বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২১ জন রক্তশূণ্য ও মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য সামনের দিনগুলিতে কেউ যেন রক্তের অভাবে মারা না যায় সে দিকে নজর রাখা। তিনি বলেন, শুধু রক্তদান আর্তমানবতার সেবায় যত ধরনের কর্মসূচী আছে সবগুলিই আমরা কাজে রুপ দিব।
সভায় ক্লাবের মডারেটর সাজিম ইসলাম, রাকিব মিয়া ও শাওন আহমেদ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।