জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন নরসিংদীর মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান । মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২০খ্রি. মাসে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই/এএসআই ও শ্রেষ্ঠ চৌকিদারদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিনসহ জেলার সকল থানার ওসি উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদান শেষে নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, শারদীয় দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়|
এর আগেও মো. মনিরুজ্জামান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।