ভেলানগর আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রত্যাশা সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষিকা নাদিরা আক্তার, প্রত্যাশা সংগঠনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল ইসলাম, সাইদুর রহমান,তরিকুল ইসলাম, আমজাত হোসেন সহ সুবিধা বঞ্চিত শিশুদের পিতা মাতা বৃন্দ।
এই সময় জহিরুল ইসলাম বলেন, আমরা বন্ধুরা মিলে চেষ্টা করি অসহায় গরিব, সুবিধা বঞ্চিতদের সব সময় সহযোগিতা করে থাকে। আমাদের অনেক বন্ধু বিদেশ থেকে প্রত্যাশা সংগঠন কে সহযোগিতা করে থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ ভাবে ধন্যবাদ জানান ফাহিম সাদেক সৌরভ কে তিনি সব সময় সহযোগিতা করে থাকেন। প্রতিবারের মত এই বছর ও পান্জাবী স্পন্সর করেছেন কাকতাড়ুয়া প্রতিষ্ঠান।
শিক্ষিকা নাদিরা বলেন, আমার এই ভাই গুলো সব সময় শিশু গুলোকে সহযোগিতা করে থাকে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। সমাজের সকল কাজে যেনো সব সময় সহযোগিতা করতে পারে। সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।