নকশিসের উদ্যোগে নন-এমপিও শিক্ষকদের মধ্যে ঈদ উপহার

আগের সংবাদ

শিবপুর থানার ওসির করোনা জয়

পরের সংবাদ

মুজিববর্ষে পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে জেলা পুলিশ

ইয়াহইয়া নকিব

প্রকাশিত: জুলাই ২৯, ২০২০ , ৫:০৯ অপরাহ্ণ

জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ উপলক্ষ্যে ” মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্ত করা হয়। বুধবার (২৯ জুলাই) জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।

মাছের পোনা অবমুক্ত করছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার

আজ দুপুরে নরসিংদী পুলিশ লাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের প্রধান এ কর্তা। পুলিশ সুপার পুলিশ লাইন পুকুরে বিভিন্ন প্রজাতির পাছের পোনা ও পুলিশ লাইনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল শাহেদ আহম্মেদ প্রমুখ।

নকিব