শিবপুরে সামাজিক সংগঠন 'বিজয় ৭১'র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

আগের সংবাদ

নরসিংদীতে বাড়িতে ঢুকে পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

পরের সংবাদ

পারুলিয়া মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম উদ্বোধন

মোঃ মেজবাহ্ উদ্দীন ভুঁইয়া, পলাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০ , ৮:২৪ অপরাহ্ণ

পলাশ উপজেলার পারুলিয়া মোড়ে ইসলামী ব্যাংকে চতুর্থ এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় এই এলাকার ব্যবসায়ী ও মানুষের সহজ অর্থনৈতিক লেনদেনের সুবিধার্থে এ বুথ চালু করা হয়েছে। বুথ উদ্বোধন শেষে ব্যাংক কর্মকর্তারা গাজী এন্টার প্রাইজের এজেন্ট আউটলেট পরিদর্শন করেন । এ সময় ব্যাংকের প্রতিনিধি দল এজেন্ট ব্যাংকিংয়ের সেবার মান ও পরিবেশ দেখে সন্তুষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ জোন মোহাম্মাদ উল্লাহ।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবুল কাছেম ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: আনিছ মৃধা , অফিসার মো: আলমগীর হোসেন, জুনিয়র অফিসার অপু হানিফ।

উপস্থিত ছিলেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল আমীর হোসাইন গাজী ও কলেজের শিক্ষকবৃন্দ।

নকি