নরসিংদী জেলার পলাশ উপজেলায় সামাজিক বনায়নে ৮১ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার পলাশ উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস এম শফিক,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আরিফুল রহমান ও বন কর্মকর্তা আমিনুল হাসান ।
চেক পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। সরকারি সহায়তা পেলে মানুষজন সামাজিক বনায়নে উদ্ধুদ্ধ হবে বলে মনে করছেন তারা।