ধ্বংসের মুখ হাজার বছরের ঐতিহ্য-'সাগরদীর বাবুরবাড়ি'

আগের সংবাদ

নরসিংদীতে লাইসেন্সবিহীন কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা ও ৪০ লাখ টাকার ঔষধ ধ্বংস

পরের সংবাদ

ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন ও ২ ডাকাত গ্রেফতার

মিরর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ১০:২৯ অপরাহ্ণ

নরসিংদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

অদ্য ১৫ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাকারিয়া আলম ও এএসআই রেজাউল করিম সংগীয় ফোর্সসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের
মাইনুদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামের ফজলুর রহমানের ছেলে মনির হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার পিপিএম। তিনি বলেন, গত ১৩ আগস্ট মাধবদীর ব্যবসায়ী এনামুল হক তার ব্যবসায়ীক কাজে ইসলামী ব্যাংক হইতে ১০ লক্ষ টাকা তুলে সাহেপ্রতাপ যাইবার পথে খাটেহারা ব্রীজ পার হলে ২ মোটরসাইকেলে ৪ জন সহ অটোতে যাত্রীবেশে থাকা ২ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন বলপূর্বক ভয়ভীতি দেখাইয়া মারধর করিয়া নগদ ১০ (দশ) লক্ষ টাকা লুন্ঠন করিয়া নিয়া যায়, অতঃপর বাদী পুলিশ সুপার এর নিকট অভিযোগ করিলে এসআই জাকারিয়া আলম বাদীর সহায়তায় নানা তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় অদ্য জাকির ও মনির নামের ২ জনকে আটক করেন এবং ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি ।