নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
(ছবি সংগৃহীত)
মিরর ডেস্কঃ
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে শহরের চিনিশপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সফল সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ,সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত, সহ-সভাপতি আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, যুবদলের সভাপতি মহসিন হুসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাসির ও সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি।
এসময় জেলা, শহর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।