নরসিংদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

‌নাগরিক সংবর্ধনা পেলেন মাধবদীর মেয়র মোশাররফ

রিয়াজ মুন্না

নিউজ এডিটর প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০ , ৬:২৩ অপরাহ্ণ

‌নাগরিক সংবর্ধনা পেলেন মাধবদীর মেয়র মোশাররফ
নিজস্ব সংবাদদাতা:
পৌরসভার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের জন্য নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিককে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিরামপুর সিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক মতবিনিময় সভায় মাধবদী ৪নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

আ: মোমেন ও শাওন মিয়ার সঞ্চালনা ও মাধবদী এলাকার বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন। এছাড়াও বক্তব্য রাখেন মোতাহার মাষ্টার, ছানাউল্লাহ মাষ্টার, হাজী মজিবুর, হাজী খবিরউদ্দীন তালুকদার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ, হাজী গিয়াসউদ্দীন, হাজী তোফাজ্জল,আবু তালেব, নজরুল ইসলাম সানি, শেখ আবুল হোসেন হানিফ, হাজী ছবির মিয়া, জহিরুল ইসলাম, হাজী মোঃ দাইয়ান, হাজী মিজান, মাছুম পারভেজ প্রমুখ।

বক্তারা পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় মাধবদী পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিয়াজ মুন্না