বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলা ও নিজের উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ১৪ জুলাই নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন শিবপুর মডেল থানার মানবিক ও জনবান্ধব ওসি মোল্লা আজিজুর রহমান। তিনি প্রায় দুই সপ্তাহ হোম কোয়কোয়ারান্টাইনে থেকে পুনরায় ২৮ জুলাই মঙ্গলবার করোনা টেস্ট করলে রেজাল্ট নেগেটিভ আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর মাধ্যমে জানান, সকল প্রশংসা আল্লাহ তায়ালার। আমার প্রিয় ডি আই জি, পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র স্যার, আমার সকল ব্যাচমেট, বন্ধু বিশেষ করে আওলাদ,আমার থানার সকল অফিসার ফোর্সদের সর্বোপরি প্রিয় শিবপুরের সকল শ্রেণীপেশার লোকদের দোয়ায় করোনা টেষ্টের রেজাল্ট নেগেটিভ আসল। আমি সবার প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে শিবপুরবাসির প্রতি যারা মন থেকে দোয়া করেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জনসাধারণ মানুষ এর কাছ থেকে জানা গিয়েছে, জনবান্ধব ওসি মোল্লা আজিজুর রহমান একজন সৎ এবং পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে শিবপুরবাসীর সবার মন জয় করে নিয়েছেন।