করোনার সংক্রমণ কালে নরসিংদীর বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির হাট। হাটগুলিতে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা ভীড় করছেন। শারীরিক দুরত্ব তো মানছেনই না কেউ এমনকি কারো মুখে মাস্ক পর্যন্ত নেই।
পবিত্র ঈদ-উল-আজহার আরো বাকি ৬দিন। পশুর হাট গুলি তে ক্রেতা-বিক্রেতা গাদাগাদি করে পশু নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে। আজ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলায় অবস্থিত জংলি শিবপুরের সৈয়দপুর ফাজিল মাদ্রাসা মাঠের পশুর হাট ঘুরে দেখার সময় বিক্রতাদের সাথে কথা হলে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বিক্রি কম হচ্ছে। তারা বলেন, অন্যবছর এসব হাট থেকে পশু কিনে দেশের অভিজাত শহর ঢাকা, সিলেট নিয়ে যেতেন পাইকার। এবার এসব পাইকারের সংখ্যা কম। তাই পশুর আশানুরূপ দাম পাওয়া নিয়ে তারা শঙ্কিত।
৬০ বছরের এই এতিহ্যবাহী হাট ঘুরে ইজারাদারের সাথে কথা হলে তিনি জানান, এখন চারটা বাজে এর মধ্যে ২০টি গরু, দশটি মহিষ ও একশত ছাগল বিক্রি হয়েছে। ইজারাদারের মাইকে বার বার স্বাস্থ্যবিধি মানার জন্য তাগিদ দিচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকেও সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।