মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর সেনা অভিযানের সময় সেনা সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে দেশটির সেনাবাহিনীর গঠিত একটি আদালত। ২০১৭ সালের সেনা অভিযানে গণহত্যার দায়ে মানায়মারের বিরুদ্ধে জাতিসংঘ আদালতে মামলা চলমান থাকায় এ প্রথম দেশটির সেনা সদস্যদের অভিযোগ স্বীকার করলো দেশটির সেনাবাহিনী।
হত্যা, দর্শন ও অগ্নিসংযোগ থেকে জীবন বাচাতে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্ত দলও হত্যার বিষয়ে প্রতিবেদন জমা দেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্থ থেকেও ব্যাপক গণহত্যার প্রমাণ হাজির করা হয়।
গণহত্যার দায়ে িমায়ানমারের বিরুদ্ধে হ্যাগের আদালনে শুনানী শুরু হলে নিজেদের আদালতে সৈন্যদের বিচার করা হবে জানিয়েছিল মায়ানমার। তবে বিশ্বের বিভিন্ন দেশের চাপে এটা দেশটির নতুন কৌশল বলে মনে করছেন অনেক বিশ্লেষক।