ঘুড়ি

আগের সংবাদ

জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষার মেরুদণ্ড শিক্ষক

পরের সংবাদ

প্রতিবাদ না করার পাপের ফল ..

আকবর হোসাইন,

বিবিসি বাংলার সাংবাদিক প্রকাশিত: জুন ২৭, ২০২০ , ১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশিদের জন্য আগামী ২০ বছর ইউরোপ-আমেরিকার ভিসা বন্ধ করে দিলে দেশে দুর্নীতি ৯৫% বন্ধ হয়ে যাবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যাদের সুযোগ আছে তাদের বেশিরভাগ মনে করে এই দেশটা প্রথমে দুধেল গাই, তারপরে ডাস্টবিন।

আগে খেয়ে নেয়, তারপরে এখানে উচ্ছিষ্ট ফেলে চলে যায়। আর আমরা বিদ্যুত বিল বেশি দেব, পানির বিল বেশি দেব, গ্যাস বিল বেশি দেব, গাড়ি ভাড়া বেশি দেব। কেন বেশি দেব? ওরা যাতে লুটেপুটে খেতে পারে সেজন্য দেব। বছরের মধ্যে চৌদ্দবার সবকিছুর দাম বাড়বে। আমরা হাসপাতালে জায়গা পাবো না, রাস্তায় ঘুরে-ঘুরে মরতে হবে। তারা এই দেশটা চুষে খেয়ে নিজের সন্তানদের জন্য ইউরোপ-আমেরিকায় স্বপ্ন গড়ে।

যদি সেই সুযোগ না থাকে তাহলে দুর্নীতি এমনিতেই কমে যাবে। আমি ভেবে দেখলাম, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। কিসের পাপ জানেন? যুগের পর যুগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করার পাপ। সবকিছু মেনে নেবার পাপ।

লেখাটি ফেসবুক থেকে নেয়া।