ছাত্ররা বুকের রক্ত ঢেলে মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল- মঈন খান

আগের সংবাদ

রায়পুরায় ভাষা শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর  আলোচনা সভা ও দোয়া মাহফিল

পরের সংবাদ

রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ৭:০৪ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ তাপস (২৯)। তারা পেশায় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের রনি ও তাপস মোটরসাইকেল যোগে নরসিংদী যাচ্ছিলো। মোটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা অপর আরোহী মারা যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ নূরুল হক ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নরসিংদী মিরর/এফএ