নরসিংদীর রায়পুরা উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্প এর অধীনে প্রবাস বন্ধু ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার জাহাঙ্গীরনগর ব্র্যাক কার্যালয়ে সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে এক অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আ: জলিল ও সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম শরীফ মিয়া কে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি মরজাল ইউপি সদস্য রেহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাও: আলতাফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক খন্দকার শাহনেওয়াজ, কার্যকরী সদস্য, মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক আলী হোসেন, ইউপি সদস্য পারুল বেগম, আয়েত আলী, সেলিম মিয়া, শারমিন জাহান খান, শাহ আলম, রাফেজা খাতুন ও লামিয়া আক্তার।
এসময় পর্যবেক্ষক সদস্য মনোনীত হয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন ও সুপারভাইজার ফাতেমা আক্তার নূপুর।সংগঠনটি অভিবাসী ফেরত শ্রমিকের অধিকার বাস্তবায়নে কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক এর যৌথ সহায়তায় মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত হয়।
নরসিংদী মিরর/এফএ