ইসলামী ব্যাংকের “নিট অপারেটিং প্রফিট-২৪” ক্যাটাগরিতে রায়পুরা শাখার অবিস্মরণীয় সাফল্য

আগের সংবাদ

ব্রাইট স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পরের সংবাদ

ঘোড়াশাল পৌর যুবদল নেতা শাহীনের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫ , ১১:২৮ অপরাহ্ণ

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ২টার দিকে ঘোড়াশাল স্টেশন সংলগ্ন সাদ্দাম বাজারের সামনে হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘাত বাঁধে। শাহিন সংঘাত থামাতে গেলে ১০-১২ জনের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী তার উপর দেশীয় অন্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আরো ৪০ থেকে ৫০ জন তাদের সাথে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ।

এসময় তাদের হামলায় শাহীনের মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক ভাবে জখম হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহীনের শরীরের বিভিন্ন স্থানে প্রায় বিশটি সেলাই লেগেছে।

এদিকে, যুবদল নেতা শাহীন বিন ইউসুফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছে।