দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর “নিট অপারেটিং প্রফিট-২০২৪” ক্যাটাগরিতে ব্যাংকের শাখা সমূহের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে নরসিংদীর রায়পুরা শাখা।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনে রায়পুরা শাখার ব্যবস্থাপক মোঃ আহসান উল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।
শাখার এই অনন্য সাফল্যের জন্য আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রায়পুরা শাখার ব্যবস্থাপক মোঃ আহসান উল্লাহ। এসময় তিনি শাখার সর্বস্তরের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
নরসিংদী মিরর/এফএ