“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও ঐতিহ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও ঐতিহ্য প্রদর্শনী করেন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছাখালী ফাজিল ডিগ্রি মাদরাসা।
নান্দনিক এই উৎসবে স্থান পেয়েছে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় বাহারি রকমের পিঠা। এর মধ্যে ছিল দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা, পুলি পিঠা, নিমপাতা পিঠা, নকশি পিঠা, পানতুয়া পিঠাসহ শতাধিক রকমের পিঠা। পিঠা উৎসবে ৮টি স্টল অংশ। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উৎসব চলে।
ইছাখালী ফাজিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিফা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নরসিংদী মিরর/এফএ