নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মামুদপুর ফুটবল কাপের সিজন-৪ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় ব্লু বার্ড ফুটবল ক্লাব ও প্রজাপতি ফুটবল ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে সিজন-৪ উদ্বোধন হয়।
মামুদপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মহিউদ্দিন মাহমুদ এর পরিচালনায় উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান পেসু, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোখলেছুর রহমান মাস্টার, রায়পুরা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম, হাইরমারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাবিবুর রহমান হবি, সমাজ সেবক ডা. আবু সায়েম মোল্লা, প্রশান্তির বাংলাদেশ সংগঠনের সভাপতি ফারহান জোনায়েদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ব্লু বার্ড ও প্রজাপতি টিমের খেলার নৈপুণ্যে মুগ্ধ হয়েছে শতশত দর্শক। তবে হাড্ডাহাড্ডি লড়াই করেও কেউ গোল দিতে পারেনি। তাই উদ্বোধনী ম্যাচের ফলাফল ছিলো গোলশূন্য ড্র।
নরসিংদী মিরর/এফএ