নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার দক্ষিণ মির্জানগর শিমুলতলী বাজারে সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা ওয়ালী উল্লাহ। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আদিল ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আমিরগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ সুলায়মান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইদ্রিস আলী, পেশাজীবি বিভাগের সভাপতি ফয়সাল আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন মির্জানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদ উদ্দিন, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আমির হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ তাজুল ইসলাম, শ্রমিকনেতা নূরে আলম ভূইয়া সহ আরো অনেকে। সভায় ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।