জামেয়া কাসেমিয়া ছাত্র সংসদ (জাকসু) কর্তৃক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ আজাদ।
ফাইনাল ম্যাচে শহীদ মুনতাসির রহমান (দাখিল দশম শ্রেণি) গ্রুপ ১-০ গোলে জয় লাভ করেন। রানার্সআপ হয় শহীদ ফয়সাল শান্ত (আলিম ১ম বর্ষ) গ্রুপ। গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।
জামেয়া কাসেমিয়া ছাত্র সংসদের (জাকসু) ভিপি মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে ও জিএস মুজাহিদুল ইসলাম সাদেক এর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। প্রধান মেহমান ছিলেন নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির।
খেলার উদ্বোধন করেন নরসিংদী সদর থানা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক মকবুল হোসেন, আরবি প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবির নরসিংদী শহর শাখার সভাপতি মোঃ রুহুল আমীনসহ মাদরাসার শিক্ষকবৃন্দ। এসময় মাদরাসার বর্তমান ও সাবেক ছাত্র এবং শতশত দর্শক উপস্থিত ছিলেন।
নরসিংদী মিরর/এফএ