নরসিংদী জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

আগের সংবাদ

মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতা টিপুর উপর হামলার অভিযোগ

পরের সংবাদ

রায়পুরায় সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪ , ১০:৩৫ অপরাহ্ণ

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত উদযাপন কমিটি রায়পুরা পশ্চিম আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সীরাত উদযাপন কমিটি রায়পুরা পশ্চিম এর আহ্বায়ক ডা তারেক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম থানা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আদিল ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের নরসিংদী জেলা সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম, রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, হাসনাবাদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা খোরশেদ আলম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা ইদ্রিস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভাগের কর্মকর্তা লোকমান হোসেন সরকার, রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শিবিরের সভাপতি মোঃ ফাহাদ রহমান প্রমুখ।

প্রথম স্থান অর্জনকারী ৯ম শ্রেণির ছাত্রী তাজকিয়া আক্তার মদীনাকে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় আরো উপস্থিত ছিলেন সীরাত উদযাপন কমিটির সদস্য মাওলানা মোজাম্মেল সরকার, মোহাম্মদ আলী, মাওলানা দ্বীন মোহাম্মদ, হাবিব মাস্টার, শফিকুল ইসলাম, ডা. রহমত উল্লাহ, আমির হোসেন, মোঃ লাদেন সহ প্রতিযোগী ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

নির্দিষ্ট সীরাতগ্রন্থ সীরাত ইবনে হিশামের উপর প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এতে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২ হাজার টাকাসহ বিজয়ী বিশজন প্রতিযোগীকে সর্বমোট ২৩ হাজার টাকা নগদ অর্থ ও বই প্রদান করা হয়।