জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির যুগ্ন-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল এবং ওলামা দল সহ অঙ্গসংগঠনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ভিপি জলিল, বিজি রশীদ নওশের, আকবর হোসেন, ফাইজুর রহমান চেয়ারম্যান, আমিনুল হক বাচ্চু, নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আঃ বাছেদ ভূইয়া, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম জাহাঙ্গীর আলম বাদল, রফিকুল আমিন ভূইয়া রুহেল, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।
নরসিংদী মিরর/এফএ