নরসিংদীর পলাশে ইউনুছ মিয়া অপু (১৭) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের বক্তারপুর এলাকার একটি কলা বাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক অপু শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১ নভেম্বর) সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হয় অপু। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াকান্দা এলাকার কলা বাগানের পাশে অজ্ঞাত গলাকাটা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।