নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ: খোকন

আগের সংবাদ

রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পরের সংবাদ

মোল্লা টাওয়ারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ , ১১:১২ অপরাহ্ণ

নরসিংদী রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত মোল্লা টাওয়ারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে মোল্লা টাওয়ারের চতুর্থ তলায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও রায়পুরা পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আর. মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোল্লা টাওয়ারের চেয়ারম্যান মোঃ আল আমিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, সিনিয়র সাংবাদিক হলধর দাস, হলিডে রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আনিছুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন সহ নরসিংদী ও রায়পুরার সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন নরসিংদী রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুর মোহাম্মদ।

মোল্লা টাওয়ারের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসী আল আমিন মোল্লা বলেন, ‘প্রবাসে দিনরাত পরিশ্রম করে জমানো টাকায় জায়গা ক্রয় করে মোল্লা টাওয়ার নির্মাণ করি। নরসিংদীতে একটি অত্যাধুনিক রেস্টুরেন্টে স্থাপনের জন্য জনাব আনিছুর রহমান ৪তলার সম্পূর্ণ বিল্ডিং আমার কাছ থেকে ১০ বছরের জন্য ভাড়া নেন। তিনি প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক হলিডে রেস্টুরেন্ট স্থাপন করেছেন। যে রেস্টুরেন্ট নরসিংদী বাসীর জন্য আনন্দের ও গর্বের।’

নরসিংদী মিরর/এফএ