নরসিংদী জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক পুলিশ বিভাগ, প্রকৌশল বিভাগ সমূ্হসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জরুরি নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হন।
আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন ছাড়াও ঘোড়াশালে একটি সুধী সমাবেশ ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নরসিংদী জেলা প্রশাসন সদা তৎপর ও প্রস্তুত বলে জানিয়েছেন জেলা ড. বদিউল আলম।
নরসিংদী মিরর/এফএ