নাদিয়া ভূঁইয়া, পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুর ৩টায় একযোগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় এই ওরিয়েন্টেশন ক্লাস চলে। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ এর সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহের হোসেন অনিক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ।
অনুষ্ঠানে কলেজ সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি বলেন, ‘তোমাদের মাঝেই সুন্দর আগামী। পড়াশোনা শুধু চাকুরী অর্জনে জন্য নয়, মানুষ হতে হবে। এটিই যেনো মূল লক্ষ্য হয়। শুধু একজন কর্মকর্তা হিসেবে নয়, আদর্শিক মানুষ হিসেবে যেনো দেশ তোমাদের নিয়ে গর্ব করতে পারে। এই কলেজ যেনো তোমাদের স্মরণে গর্বিত হয়।’
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে মেধার মাধ্যমে ভর্তি হয়েছো। পড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সরেজমিনে কলেজ ঘুরে দেখা যায়, নবীন বরণ উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়েই ছিলো সাজ সাজ রব। ঘরোয়া ভাবে অনুষ্ঠান হলেও নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস প্রাঙ্গন। বিভাগগুলোকে সাজানো হয়েছিল বেলুন আর রংবেরঙের ফুল দিয়ে। শিক্ষার্থীরাও ছিলেন বেশ উচ্ছ্বাসিত।
নবীন শিক্ষার্থী তানিশা বলেন, ‘পলাশের ভেতরে সেরা কলেজে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আজ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। বিভাগের সব শিক্ষকরা পড়াশোনার সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। খুব ভালো লাগছে।’
নরসিংদী মিরর/এফএ