এগিয়ে এলেন কাদির মোল্লা
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অসহায়ত্ব দূর করতে নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালে ২০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড স্থাপনে এগিয়ে এসেছেন দানবীর খ্যাত থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা। মজিদ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক
অর্থায়ন করা হবে। জেলায় কোন আইসিইউ বেড সুবিধা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা নিতে ঢাকায় যেতে হয়। সংকটের এ সময়ে সব সময়ের মতো এগিয়ে এলেন শিক্ষায় ব্যাপক অবদান রাখা এ ব্যবসায়ি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বুধবার (১৭ জুন) বিকালে জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা
ফারহানা কাউনাইনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুততম সময়ে আইসিইউ বেড স্থাপনে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এম এন মিজানুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও গনপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান
সভায় জেলা প্রশাসক জানান, নরসিংদীতে করোনা ভাইরাস শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে জেলায় ১ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। আক্রান্ত রোগীদের দ্রুত সর্বোচ্চ সেবা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম ও আইসিইউ বেড নির্মাণ জরুরি। আর যেহেতু বেসরকারিভাবে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা আর্থিকভাবে এগিয়ে এসেছেন আমরা উনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুততার সঙ্গে গ্রহন করেছি।
তিনি আরো জানান, জেলা হাসপাতালে আইসিইউ নির্মানে দ্রুত কর্মপরিল্পনা গ্রহন ও তা বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামি দুদিন অর্থাৎ শুক্রবার তাদের অগ্রগতির প্রতিবেদন জমা দেবেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।
উল্লেখ্য, এর আগে নরসিংদীর প্রায় ৫০ হাজার পরিবারের পাশে উল্লেখ্য, এর আগে নরসিংদীর প্রায় ৫০ হাজার পরিবারের পাশে জরুরি ত্রাণ সহায়তা নিয়ে দাড়িয়েছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লা। সেই সাথে স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই প্রদান করেছিলেন। নরসিংদীবাসীর সকল সংকটে সব সময় এগিয়ে আসেন জনতার কাছে হাতেমতাঈ খ্যাত মোল্লা।