বাংলাদেশ দোকান মালিক সমিতি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) হাসনাবাদ বাজারের ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেনকে আহবায়ক ও রায়পুরা সদরের ব্যবসায়ী নাহিদ মোল্লাকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেন দোকান মালিক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনির ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
কমিটিতে আরো রয়েছে সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ ফেরদাউস ভূইয়া, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মৃধা, রাসেল খন্দকার, বাবুল মিয়া, সদস্য নজরুল ইসলাম (মাস্টার), মৃধা মোঃ রাব্বি প্রমুখ।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার হেলাল উদ্দিন ও জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নরসিংদী মিরর/এফএ