পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

আগের সংবাদ

সাধু আশ্রমে হামলার ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার

পরের সংবাদ

নরসিংদী তাঁতশিক্ষা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রাহাদ, সম্পাদক পারভেজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: মে ৯, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ

আগামী এক বছরের জন্য বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৭ মে) রাতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক রাহাদ আহমেদকে সভাপতি ও পারভেজ সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য হলেন- সহসভাপতি শরিফ মিয়া, মোঃ অর্ণব আকন্দ, রাজ রাব্বি, ফারদিন হাসান অন্তু, আল শাহরিয়ার জয়, মোঃ ইউসুফ আলী, রাজু আহমেদ, মুমিন হাসান, শাহরিয়ার ইকবাল সাব্বির, আব্দুস সামিউ হিমেল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইমন হাসান, হিমেল আহমেদ, আনিছুর রহমান, রুহুল হাসান ওসামা, সৈয়দ হাসান সাহিন ও ফয়সাল আহমেদ নাবিল।

সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ হাসান মাহাদি, সায়েম মিয়া, নোমান সরকার, নাবিল হাসান, আবু রায়হান, ও প্রণব কুমার মহত্ত।দপ্তর সম্পাদক অভিজিৎ দেবনাথ অন্তু, প্রচার সম্পাদক হাসিব হাসান তন্ময় ও উপ-প্রচার সম্পাদক পদে উমর সানী।

নরসিংদী মিরর/এফএ

বিষয়: