মেঘনা নদীতে প্রকাশ্যে ডাকাতি

আগের সংবাদ

রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন, সাধারণ সম্পাদক আঃ কাদির

পরের সংবাদ

মেঘনা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ , ১১:০৩ অপরাহ্ণ

 

নরসিংদীর মেঘনা নদীতে পানিতে ডুবে নিরব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নীচে মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত নিরব নরসিংদী সদরের সংগীতা এলাকার শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।

ফায়ার সার্ভিস জানান, দুপুরে নিরব কয়েকজন বন্ধুর সাথে নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা বন্ধুরা মিলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে তারা সেতুর নীচে নেমে মেঘনা নদীতে হাত-মুখ ধোঁয়ার জন্য যায়। নিরব হাত মুখ ধোঁয়ার সময় নদীতে পড়ে যায়। এসময় তীব্র স্রোতের কারণে সে নদীতে তলীয়ে যায়।

পরে বন্ধুরা ৯৯৯ এ কল দেয়। সেখান থেকে নরসিংদী ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘন্টা নদীতে অভিযান চালিয়ে নিরবকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নদী থেকে নিরবের লাশ উদ্ধার করেছি। পরে লাশ তার মামা কাজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

নরসিংদী মিরর/এফএ