করোনা ভাইরাসে প্রভাবে দ্রুত চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন দেশ অস্থায়ী হাসপাতাল বানিয়েছে। এবার ভারতে ট্রেনের ৫০০ বগিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ৮ হাজার বেড তৈরী করা হচ্ছে। দেশটিতে প্রতিনিয়ত নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানীর জন্য বেশ কিছু জরুরী পদক্ষেপ নিয়েছেন। নতুন করে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন। দেশটিতে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় বিশ্বের সংক্রমনের দিকে থেকে চতুর্থ অবস্থানে ওঠে এসছে ভারত। মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।
দেশটিতে লকডাউন তুলে নেয়ার পর থেকে প্রতিনিয়ত মানুষের ভিড় বেড়েছে রাস্তায়। পাশাপাশি পল্লা দিয়ে সংক্রমণও বাড়ছে