করোনার সচেতনতায় পলাশ উপজেলা প্রশাসনের লিফলেট বিতরণ

আগের সংবাদ

নরসিংদীর ঘোড়াদিয়া বাজার ও মসজিদে অগ্নিকান্ড, খাদেম অগ্নিদগ্ধ

পরের সংবাদ

মনোহরদীতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান না করায় ৬ জনকে জরিমানা

Admin

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১ , ১০:৪৮ অপরাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত না করা ও মাস্ক পরিধান না করায় ৬ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। রবিবার

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম এর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান।

এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করা ও মাস্ক পরিধান না করাসহ অন্যান্য অপরাধের জন্য ০৬ জন অভিযুক্তকে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। পরে মাস্ক পরিধানের জন্য প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।