নরসিংদী প্রেসিডেন্সী কলেজ কতৃক শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পন সহ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ (২১ ফ্রেব্রয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,ও শহিদ দিবস উপলক্ষে নরসিংদী প্রেসিডেন্সী কলেজ কতৃক নরসিংদী কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যারা রাজপথে লড়াই করে জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে,নরসিংদী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক দিয়েছেন নরসিংদী প্রেসিডেন্সী কলেজের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসিডেন্সী কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান সহ অনান্য শিক্ষক-শিক্ষাথীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষ, সুন্দর হাতের লেখা আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন,নরসিংদী প্রেসিডেন্সী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড.মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ আহমাদুর রহমান, সহ অনান্য শিক্ষক বৃন্দ।