নরসিংদী জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নরসিংদী উদয়ন কলেজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কলেজটির ছিল ব্যতিক্রমী আয়োজন।
নরসিংদী উদয়ন কলেজ সকাল ৬:৩০ মিনিটে নরসিংদী জেলার কেন্দ্রীয় শহীদ ও নরসিংদী সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯ টায় শিক্ষার্থী ও প্রভাষকদের অংশগ্রহণে জুম অ্যাপসের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান ও কবিতা উপস্থাপন করেন। এসকল আয়োজনের নেতৃত্বে ছিলেন নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক।
অনুষ্ঠানের শেষে কলেজটির অধ্যক্ষ ওমর ফারুক সবার উদ্দেশ্য বক্তব্য দেন। তিনি বলেন, একুশ আমাদের চেতনা। তাই আমাদের চেতনার রং কৃষ্ণচূড়ার রংয়ের মত। একুশকে আমরা হৃদয়ে ধারন করি। স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল একুশের ভাষা আন্দোলনে। আজকের এই দিনে আমার কলেজের পক্ষ থেকে বাংলা মায়ের বীর সন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।