নরসিংদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আগের সংবাদ

মাতৃভাষা দিবসে রায়পুরা মডেল একাডেমীর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

পরের সংবাদ

নরসিংদী ইউনাইটেড কলেজ কতৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

Admin

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ , ২:৪৭ অপরাহ্ণ

আজ (২১ ফ্রেব্রয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে নরসিংদী ইউনাইটেড কলেজ কতৃক নরসিংদীর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা সৈনিকদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করে।

ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যারা রাজপথে লড়াই করে জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করে নরসিংদী ইউনাইটেড কলেজ শিক্ষাপরিবার। আজ জেলা প্রশাসন এর আহবানে ভাষা শহীদদের প্রাণভরে শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করে নরসিংদী ইউনাইটেড কলেজ।

কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক এর নেতৃত্বে প্রভাতফেরি তে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষর্থীবৃন্দ।

এসময় অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক বলেন, ভাষা সৈনিকরা এদেশের কালজয়ী সম্পদ। ভাষার এই গৌরব যেনো কোন অপশক্তির রোষানলে না পরে সেদিকে রাষ্ট্রের নজর রাখতে হবে।।ভাষা সৈনিকদের ইতিহাস যেনো বিকৃতি না করা হয় সে ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিদের সজাগ দৃষ্টি কামনা করছি।।ভাষা হচ্ছে আল্লাহর সেরা দান। পৃথিবীতে কোন দেশ বা জাতি নেই যারা ভাষার জন্য জীবন বিসর্জন দিয়েছে। আমরা ভাষার অপপ্রয়োগ বন্ধের দাবী জানাচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশের প্রতিটি শহরে শুদ্ধ বানানচর্চা ও বাংলা একাডেমির শাখা স্থাপন করার জোড়ালো দাবি করছি সরকার বাহাদুরের প্রতি।।