করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শীল সম্প্রদায়, মোটরযান মেকানিক, অসচ্ছল স্কাউট পরিবার ও নিম্ন আয়ের দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করা ত্রাণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে এবং আয়োজনে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
মঙ্গলবার (১২ মে) ত্রাণ বিতরণের সময় তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী গৃহে অবস্থান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। তাছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এরূপ সমন্বিত ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি।