আসন্ন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
প্রতিদিনই শীতকে উপেক্ষা করে পৌর এলাকার গণসংযোগের সময় দলীয় নেতাকর্মীসহ নাগরিকদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।
পোস্টার ছাপিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রিয় ও জেলা নেতাদের সঙ্গে লবিংয়ের পাশাপাশি এলাকায় পর্যায়ক্রমে সকল ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় এলাকার সকল বয়সী নারী পুরুষ তাকে সমর্থন জানাবেন বলে ব্যক্ত করছেন।
মেয়র প্রার্থী হিসেবে যুবলীগ নেতা তুষারকে ঘিরে সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার ঘোড়াশাল পৌরসভাকে আধুনিকায়ন করা, নাগরিক সেবার মান বৃদ্ধি, মাদক মুক্তকরণ ও উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে পৌর এলাকার প্রতিটি মহল্লা চষে বেড়াচ্ছেন।