পলাশে 'উদ্দীপ্ত তারুণ্য'  এর এক বছর পূর্তি অনুষ্ঠান

আগের সংবাদ

রায়পুরায় দুর্বৃত্তের হামলায় দুই সন্তানের জননী খুন

পরের সংবাদ

স্বাধীনতার ৫০ বছরে পঞ্চাশতম রক্তদানের দৃষ্টান্ত

আকরাম হোসেনঃ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১ , ১২:২৯ পূর্বাহ্ণ

স্বাধীনতার পঞ্চাশ বছরে পঞ্চাশ তম রক্ত দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন, এক কিন্ডারগার্টেন শিক্ষক।

জনি আলম পেশায় একজন শিক্ষক।একটা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা। তিনি বরাবরই মানুষের উপকারে নিয়োজিত থাকার চেষ্টা করে।

এলাকার মানুষ তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবেই চিনে! বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষপূতি উপলক্ষে তিনি ৫০ তম রক্ত দান করেন। তিনি ২০০৬ সাল থেকেই রক্তদান করে আসছেন। তিনি মূলত প্লাটিলেট রক্ত দিয়ে থাকেন, প্রতি (৪ মাসে) একবার।

রক্ত দান সম্পর্কে, জনি আলম সকলের উদ্দেশ্য বলেন,দয়াময় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে – মহান প্রভু আমায় এই সুযোগটি দান করেছেন।

আর একটা বিষয়ে খুব অবাক লাগে যে – এখনো অনেকের কাছে রক্তদানে নানান কাল্পনিক ভীতি কাজ করে দেখে।

৫০তম বার পূর্ণ করার পর, আজ মনে হচ্ছে – সারা দুনিয়ার সামনে চিৎকার করে বলি – দেখে যান রক্ত দান করলে নিজের কোন ক্ষতি হয়না বরং বহুগুন লাভ আছে, রক্তদাতার নিজের লাভ এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি।

তিনি আরও বলেন,”সমাজের জন্যে মন থেকে কাজ করতে চাইলে রাজনীতি করতে হয়না! মানবতার তরে নিজেকে বিলিয়ে দিতে পারাটাই আসল। “

তার এই উদার মানসিকতার জন্য, তিনি সর্বমহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন। সবাই তার এই মহানুভবতা কে সম্মান জানাই।