২৫ জানুয়ারি এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ট্রান্সজেন্ডার (হিজড়া) দের জীবনমান উন্নয়নে কর্মমুখী প্রকল্পে অন্তর্ভুক্তকরণের উদ্দেশ্যে স্থাপিত পার্লার “ত্রিনয়ন রূপশিল্প” এর উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
ট্রান্সজেন্ডার (হিজড়া) দের জীবনমান ও সামাজিক অবস্থানের উন্নয়নে, তাঁদের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এবং তাঁদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সামিল করতে এধরনের উদ্যোগ অনন্য ভূমিকা পালন করবে উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তাঁর বক্তব্যে সকলকে শুদ্ধপ্রাণের স্পন্দনে উদ্বুদ্ধ হয়ে ট্রান্সজেন্ডারদের প্রতি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানান।
উল্লেখ্য নরসিংদী জেলায় পিছিয়ে পড়া ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের অনন্য এই উদ্যোগ অংশীদারগণের সহযোগিতায় পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় বিভিন্নরূপে (দর্জি কার্যক্রম, খামার পরিচালনা, সবজি উৎপাদন ও বাজারজাতকরণ, সেলাই প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং) বাস্তবায়িত হবে। এর ফলে নরসিংদী জেলায় বসবাসরত ২০২ জন ট্রান্সজেন্ডার (হিজড়া) সুবিধাভোগীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।