আজ দুপুরে পলাশ উপজেলার সামনে ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় এবং পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন এর তত্ত্বাবধানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করা। এ সময় সরকারি আদেশ অমান্যর দায়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
মোবাইল কোর্টের এই অভিযানের মাধ্যমে আইন লঙ্ঘনের জন্য ৫ জনকে ১৪০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি আদেশ, নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যর দায়ে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত চলমান আছে এবং অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড আমিনুল ইসলাম।